কেডিএস অ্যাকসেসরিসের আইপিও আবেদন শুরু কাল
কেডিএস অ্যাকসেসরিস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আগামীকাল রোববার থেকে আবেদন করা যাবে। ২০ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহণ করা যাবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৪৫তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটি এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ছেড়ে শেয়ারবাজার থেকে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২০ টাকায় ইস্যু করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা
২৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
কেডিএস অ্যাকসেসরিস কেডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের ব্যবসায়ী খলিলুর রহমান এ গ্রুপের চেয়ারম্যান।