সুনামগঞ্জে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা উদ্বোধন
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২১০তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সুনামগঞ্জে এই শাখার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান।
বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম।
অনুষ্ঠানে আবদুল মান্নান বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। দেশে এখন ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইছে।’ সরকার দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দিন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মুমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, সুনামগঞ্জ আনসার-ভিডিপির জেলা কমান্ডার স্বপন কুমার দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।