রাইটের প্রস্তাবে সংশোধন আনবে জিপিএইচ ইস্পাত
রাইট শেয়ারের প্রস্তাবে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি চার টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ১৪ টাকা করে ইস্যু করবে। দুটি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট দেবে। যদিও আগে এর অনুপাত ছিল ১ : ১। তখন প্রতিটি শেয়ার ২০ টাকায় ইস্যুর প্রস্তাব করে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ইপিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ২৫ কোটি থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এর পর্ষদ।
রাইটে সংশোধন ও অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নেবে কোম্পানিটি। পরে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ইজিএমের স্থান পরে জানানো হবে।
অনুমোদিত মূলধন বাড়ানোর ব্যাপারে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ আগস্ট। তবে রাইটের রেকর্ড ডেট পরে নির্ধারণ করা হবে।
জিপিএইচ ইস্পাত জানিয়েছে, কোম্পানিটির বার্ষিক উৎপাদন সক্ষমতা বাড়াতে মূলধন সংগ্রহ করা হচ্ছে। এমএস বার বার্ষিক আট লাখ ৪০ হাজার টন ও এমএস রড বার্ষিক ছয় লাখ ৪০ হাজার টনে উন্নীত করবে। এ পরিমাণ লক্ষ্যমাত্রা বিদ্যমান উৎপাদন সক্ষমতার সঙ্গে যুক্ত হবে। বর্তমানে বার্ষিক এমএস বার এক লাখ ৬৮ হাজার টন ও এমএস রড এক লাখ ২০ হাজার টন উৎপাদন হয়।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪৪ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৫২ টাকা ১০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৮ দশমিক ৪৮।