১০ লাখ শেয়ার বিক্রি করলেন ডেল্টা লাইফের উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ড. সাদিকুর রহমান মালিক ১০ লাখ শেয়ার বিক্রি করেছেন। আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে এ উদ্যোক্তার কাছে কোম্পানিটির মোট ১০ লাখ ২৩ হাজার ৭২৫টি শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০৬ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১১৭ টাকা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের হিসাব বছরে দেওয়া হয়েছে ১১ শতাংশ নগদ ও ২৫ বোনাস লভ্যাংশ।