অ্যাপেক্স ফুডের পিই রেশিও ৪৮২.৭৮
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডসের শেয়ারের দাম বর্তমানে দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। তবে শেয়ারটিতে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ারের দাম-আয় অনুপাত (পাইস আর্নিং রেশিও বা পিই রেশিও) ৪৮২ দশমিক ৭৮ উল্লেখ করা হয়েছে।
কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও শেয়ারের বর্তমান বাজার দামের পিই রেশিও হিসাব করা হয়। ঝুঁকি নির্ণয়ে দাম-আয় অনুপাত সবচেয়ে কার্যকর মাপকাঠি বলেই মনে করা হয়। এ অনুপাত যত বেশি হবে শেয়ার তত বেশি ঝুঁকিপূর্ণ হবে। তুলনামূলকভাবে যেসব কোম্পানির পিই রেশিও ২০ এর নিচে সেগুলোই বিনিয়োগের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত সপ্তাহে এ শেয়ারের দাম ২৮ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার এর দাম দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৮০ পয়সা। গত দুই বছরের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৮২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ৮০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-১৫-মার্চ-১৫) কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ৩৩ পয়সা। তবে আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা ছিল ২৭ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৪৮ পয়সা।
অন্যদিকে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের মার্চ মুনাফা হয় ১৫ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৭ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল এক কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ২ টাকা ২৬ পয়সা।
কোম্পানির পর্ষদ সভা ২৩ আগস্ট দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে।