ডিএসইতে ৭০ শতাংশ শেয়ারের দরপতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সোমবার লেনদেন ও সূচক উভয়ই কমেছে। লেনদেন হওয়া ৭০ শেয়ারের দরপতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ একই প্রবণতা দেখা গেছে।
ডিএসইতে আজ ৩৯৯ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৩৮ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৩৭.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৯৩.৯৯ পয়েন্টে। আর ডিএস-৩০ মূল্যসূচক ১২.১৭ পয়েন্ট কমে ১৮৩২.০৫ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট কমে ১১৭৮.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে দাম কমেছে চার কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৬৯টির ও অপরিবর্তিত ছিল ৩১টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ১০৬ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এপেক্স ফুডস, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন ও আরএসআরএম স্টিলস।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : জিল বাংলা, মডার্ন ডায়িং, ইবনে সিনা, কাশেম ড্রাইসেল, শা শা ডেনিমস, সায়হাম কটন, ন্যাশনাল ফিড, আলহাজ টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : নর্দার্ন ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ, প্রাইম আইসিবি, সমতা লেদার, আইসিবি ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, এপেক্স ফুডস, রহিমা ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।