ডিএসইতে লেনদেন বাড়লেও সূচকে স্থিরাবস্থা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন বাড়লেও মূল্যসূচকের স্থিরাবস্থা দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমলেও অন্য দুটি সূচক সামান্য বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন বেড়েছে। তবে সব ধরনের সূচক কমেছে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা লেনদেনে সতর্কতা অবলম্বন করায় সূচক বাড়ছে না। খাতভিত্তিক বিনিয়োগের চেয়ে বাছাইকৃত কোম্পানির প্রতি তারা বেশি আগ্রহ দেখাচ্ছেন। ব্যাংক ও আর্থিক খাতের বেশির ভাগ শেয়ারের দাম না বাড়ায় আজ লেনদেন বাড়লেও সূচকের স্থিরাবস্থা দেখা গেছে।
ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানির ১১ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৩২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৬০৯ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ১৯ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১.০৬ পয়েন্ট কমে ৪৭৯২.৯৪ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৮৩২.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১১৭৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ২৬ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, ইবনে সিনা ও বিএসআরএম লিমিটেড।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : অ্যাপেক্স ফুডস, ইবনে সিনা, ইস্টার্ন লুব্রিক্যান্টস, শমরিতা হাসপাতাল, অ্যাপেক্স ট্যানারি, আইসিবি, এফবিএফআইএফ, প্রাইম প্রথম আইসিবিএ, সাফকো স্পিনিংস ও কাশেম ড্রাই সেল।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : সমতা লেদার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পিপলস লিজিং, আলহাজ টেক্সটাইল, ঢাকা ডায়িং, এসিআই ফরমুলেশন ও তৃতীয় আইসিবি।