চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারের চুক্তি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে একটি চুক্তি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক। এই চুক্তি অনুযায়ী, বন্দরের কালমার ব্র্যান্ড রাবার টায়ারড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনস মেরামত ও ব্যবস্থাপনা করবে কোম্পানিটি। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের চারটি ক্রেনস ছয় বছর ধরে মেরামত ও ব্যবস্থাপনায় ১৭ কোটি ২৮ লাখ টাকা নেবে। এ ছাড়া একটি হাইড্রোলিক খননকারী যন্ত্র সরবরাহ করবে, যার জন্য নেবে এক কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।
সেবা ও আবাসন খাতের এ কোম্পানি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭০ কোটি ৯৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৯ কোটি ৭০ লাখ টাকা।