শেয়ার হস্তান্তর করবেন জিবিবি পাওয়ারের দুই উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির উদ্যোক্তা এস কে মো. রফিকুল ইসলাম ৬৪ লাখ ৫৩ হাজার ৩৫৮টি শেয়ার তাঁর স্ত্রী শামীম আরা ইসলাম ও মেয়ে রাফসানা রফিকের কাছে হস্তান্তর করবেন। তাঁরা দুজনই কোম্পানির উদ্যোক্তা। এর মধ্যে শামীম আরা ইসলামকে ২১ লাখ ৮২ হাজার ৫২৩টি শেয়ার এবং মেয়ে রাফসানা রফিককে ৪২ লাখ ৭০ হাজার ৮৩৫টি শেয়ার দেওয়া হবে।
কোম্পানির আরেক উদ্যোক্তা ফওজুল আকবর ৭০ লাখ ৭৫ হাজার ৯৪৮ শেয়ার তাঁর স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করবেন। এর মধ্যে স্ত্রী রেজিনা আকবরকে ৪০ লাখ তিন হাজার ১৫৮ এবং ছেলে মোহাম্মদ তাইফুল হোসাইনকে ৩০ লাখ ৭২ হাজার ৭৯০টি শেয়ার দেবেন তিনি।
৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর অনুমতি সাপেক্ষে এসব শেয়ার হস্তান্তর করা হবে।
২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩৯ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১২ দশমিক ৬৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৪৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।