স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এজিএম কাল
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রাজধানীর রাওয়া কনভেনশন হল-২, মহাখালী ডিওএইচএসে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ নগদ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেবে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে তিন টাকা ২৮ পয়সা ও কর-পরবর্তী নিট আয় ১৮২ কোটি আট লাখ ৯০ হাজার টাকা।
১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৫৪ কোটি ৩০ লাখ টাকা। শেয়ারসংখ্যা ৫৫ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ১৫২টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৪ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১৫ দশমিক ৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২০ দশমিক ৪০ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৩৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৫৪ টাকা ৪০ পয়সা।