ইউনাইটেড পাওয়ারের সঙ্গে দুই অঙ্গপ্রতিষ্ঠান একীভূত হবে
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সঙ্গে তাদের দুই অঙ্গপ্রতিষ্ঠান একীভূত করা হবে। প্রতিষ্ঠান দুটি হলো ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাজাহানুল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এ বিষয়ে গতকাল মঙ্গলবার কোম্পানির পর্ষদ অনুমোদন দিয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার ও শাজাহানুল্লাহ পাওয়ারকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি আইন, ১৯৯৪-এর ভিত্তিতে এটা সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে হাইকোর্টের অনুমোদন নেওয়া হবে। আর আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট তারিখে বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, একই গ্রুপের তিন কোম্পানি একীভূত হলে ব্যবসার প্রবৃদ্ধি বাড়বে। ৯০ দিনের মধ্যে হস্তান্তরকারী কোম্পানির শেয়ার মূল্যায়ন সম্পন্ন করা হবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ৯৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ৬৪ পয়সা।
ডিএসইতে গতকাল এ শেয়ারের দাম দাঁড়ায় ১৪২ টাকা ৯০ পয়সা। গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪২ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৬০ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১৫ দশমিক ৬৩।