ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের পর্ষদ সভা ২৯ সেপ্টেম্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানির ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের সানমার এভিনিউ টাওয়ারে কার পার্কিংসহ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। তিন হাজার বর্গফুট ফ্লোর স্পেস কিনতে নিবন্ধন ব্যয় বাদে কোম্পানিটির খরচ হবে চার কোটি ৭৪ লাখ টাকা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৮৬ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ১০২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৫ দশমিক ৫।
চলতি হিসাব বছরের জুলাই-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৫৩ পয়সা, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর-পরবর্তী নিট লাভ হয়েছে ৫২ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছিল ৫৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস পাঁচ টাকা ১৫ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৩ টাকা ৯২ পয়সা।