প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ সভা বুধবার
প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৭৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৬২ পয়সা।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ বা দুই টাকা ১০ পয়সা। দিনভর দাম ৭৭ থেকে ৮০ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৭৭ টাকা ১০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৭৭ টাকা ৪০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৭৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৮৫ টাকা ৮০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ৫০ দশমিক শূন্য ৪।