বিবিএস কেবলসে বিনিয়োগ করবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
বিবিএস কেবলস লিমিটেডে ২০ কোটি টাকা বিনিয়োগ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এর মাধ্যমে দুই কোটি শেয়ার কিনবে কোম্পানিটি। বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, শেষ হওয়া হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা আট পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৯৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৬ দশমিক ৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ১০ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ৬০ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।