হালদা ভ্যালি টি বুটিকের যাত্রা শুরু
রুচিশীল ও স্বাস্থ্য সচেতন ভোক্তাদের সেবায় নিজস্ব বাগানের বাছাইকৃত উন্নতমানের চায়ের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে দেশের বিখ্যাত ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠান হালদা ভ্যালির ‘হালদা ভ্যালি টি বুটিক’।
গত মঙ্গলবার ইউনিমার্টের শেফ’স টেবিল গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নতুন এই টি বুটিকের।
হালদা ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামীম খানের উপস্থিতিতে উদ্বোধন করা হয় ওই অনুষ্ঠানের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আশিক পাশা, ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান, পেড্রোল এনকে লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. কফিল উদ্দিন, হেড অব সেলস শরীফ উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ফুড কোর্টের সব ক্রেতার জন্য ছিল টি বুটিকের পক্ষ থেকে বিনামূল্যে চা পানের আয়োজন।
পবিত্র রমজান উপলক্ষে রামাদান স্পেশাল, ফ্রেশ টি এবং আইস টি—এই তিন ধরনের স্পেশাল চা বাজারে এনেছে হালদা ভ্যালি টি বুটিক। এর মধ্যে রামাদান স্পেশাল ফ্লেভারে থাকছে হালদা ভ্যালি স্পেশাল টি, পার্সিয়ান টি, ইজিপ্সিয়ান কারকেদে টি, মরক্কোয়ান মিন্ট টি, টার্কিশ ট্রেডিশনাল টি, মাগরেবি হানি টি, শাহি মিন্ট টি, সোলেমানি জিঞ্জার টিসহ আরো প্রায় ১৮ ফ্লেভারের চা।