২০১৬ সালে ব্যাংক খাতের ছুটি ২৩ দিন
২০১৬ সালে ব্যাংক খাতের জন্য মোট ২৩ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর করা হবে।
বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সার্কুলারে জানানো হয়, অন্যান্য বছরের মতো আগামী বছরেও দুই ঈদেই তিন দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে, যা একসঙ্গে সর্বোচ্চ ছুটি। বাকি ছুটিগুলোতে একদিন করে ছুটি থাকবে।
ব্যাংক হলিডের একদিন করে ছুটি ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুটিই পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। একটি শুক্রবার ও অন্যটি পড়েছে শনিবার। ছুটি ঘোষণার দিবসগুলোর মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শবেবরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে।
উল্লেখ্য, ২০১৫ সালেও ব্যাংক খাতে ২৩ দিন ছুটি ছিল।