ব্যাংকিং মেলার শেষ দিন আজ
দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার শেষ দিন আজ শনিবার। গতকাল শুক্রবার বিকেলে ছুটির দিনের কারণে মেলায় বিভিন্ন শ্রেণির দর্শনার্থীর উপস্থিতি অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। শেষ দিন হওয়ায় আজও মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তরুণ ও নারী উদ্যোক্তারা এ মেলায় দারুণ উৎসাহ দেখাচ্ছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণ সম্পর্কে জানতে তাঁদের আগ্রহ বেশি।
মেলায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয়ে ধারণা দিতে চলেছে সেমিনার-বিতর্ক অনুষ্ঠান। এসব সেমিনার ও বিতর্কে অংশ নিচ্ছেন ব্যাংকার ও গ্রাহকরা। আর এক জায়গায় নানা ব্যাংকের স্টল থাকায় বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার তথ্য মিলিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা।
পাঁচ দিনের এ মেলায় দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক নতুন-পুরোনো সব সেবা নিয়ে হাজির হয়েছে। প্রত্যেকে তাদের সেবা সম্পর্কে গ্রাহকদের ধারণা দিচ্ছে। সুযোগ যাচাই-বাছাই করে পছন্দের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
ন্যাশনাল কমার্স অ্যান্ড ক্রেডিট ব্যাংকের কর্মকর্তা সিহাব উদ্দিন গতকাল শুক্রবার বলেন, একটি জায়গায় সব ব্যাংকের সেবা থাকায় সব তথ্য বিবেচনা করে গ্রাহক পছন্দের ব্যাংকের সঙ্গে সম্পর্ক গড়তে পারছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত চার দিনে মেলায় আসা দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এফডিআরের সুদ, হোম লোন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে ক্ষুদ্র ঋণ নেওয়ার প্রক্রিয়া বিষয়ে।
সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. কফিল উদ্দিন শুক্রবার বলেন, দর্শনার্থীরা ব্যাংকের নতুন সেবা ও পণ্য সম্পর্কে জানতে চাইছে। অধিকাংশেরই আগ্রহ ছিল সুদহার নিয়ে, বিশেষ করে কোন ধরনের আমানতে অধিক সুদ পাওয়া যায়। এ ছাড়া নারীরা এসএমই ঋণ ও তা পাওয়ার প্রক্রিয়া জানতে চাইছেন।
সোনালী ব্যাংক ছাত্রদের জন্য স্কুল ব্যাংকিং স্কিম এবং মাইক্রোক্রেডিটের আওতায় স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য বাইসাইকেল ঋণ কর্মসূচি চালু করেছে।
ইউনিয়ন ব্যাংক নারী উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিয়ে স্বল্প সুদে ‘সু-কন্যা’ ও ‘অনন্যা’ নামে দুটি ঋণ কার্যক্রম চালু করেছে। এর মধ্যে ১২ থেকে ৩৬ মাসে পরিশোধ শর্তে উদ্যোক্তারা ৫০ হাজার থেকে সাড়ে সাত লাখ টাকা ঋণ পাবে। বিশেষ ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হয় ‘সু-কন্যা’র অনুকূলে। আর উৎপাদনমুখী শিল্পে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন নারীদের দেওয়া হচ্ছে ‘অনন্যা’। এখানে ১০ শতাংশ সুদে ৫০ হাজার থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
বিদেশে যেতে জামানত ছাড়াই ঋণ সুবিধা দিচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। জামানত ছাড়া বিদেশে কাজের অনুমতিপত্র দেখিয়ে এ ঋণ পাবে প্রবাসে যেতে ইচ্ছুক ১৮ থেকে ৫৫ বছর বয়সী গ্রাহকরা।
জামানতবিহীন প্রবাসীদের পাঁচটি বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে রয়েছে মাইগ্রেশন লোন, হেলথ সাপোর্ট লোন, স্টুডেন্ট এডুকেশন লোন স্কিম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সর্বনিম্ন ১০ থেকে ১৮ শতাংশ সুদে চারটি পণ্য নিয়ে এসেছে ব্যাংকটি।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ বলেন, জামানত ছাড়াই ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছেন তাঁরা।
মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘মেলায় আমাদের স্টলে দ্বিগুণ আমানত স্কিম নিয়ে দর্শনার্থীদের বেশি আগ্রহ। স্কিমের আওতায় যেকোনো গ্রাহক এককালীন যত টাকা জমা রাখবেন, সাড়ে সাত বছর পর তা দ্বিগুণ হবে।’
ব্র্যাক ব্যাংকের বিজনেস এক্সিকিউটিভ মো. জুলফিকার আসাদ বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। শিক্ষার্থীদের ব্যাংকিংয়ে সম্পৃক্ত করার অর্থ হচ্ছে অনেক আগে থেকে তারা ব্যাংক সম্বন্ধে জানতে পারবে। স্কুলের যেকোনো ধরনের ফি নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমেই দিতে পারবে শিক্ষার্থীরা।
এবারের ব্যাংকিং মেলায় ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়ে’ স্লেগান সামনে রেখে মেলায় আয়োজন করা হয়েছে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও দেশি-বিদেশি ৫৬টি ব্যাংক, ছয়টি আর্থিক প্রতিষ্ঠান ও সাতটি আর্থিক সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আয়োজনে ২৪ নভেম্বর মেলা শুরু হয়। আজ শনিবার রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।