‘উচ্চ সুদে উৎপাদন বাড়ানো সম্ভব নয়’
দেশে বিনিয়োগ না বাড়ায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়ছে না। ব্যাংকের উচ্চ সুদের হার বিনিয়োগে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক।
আজ শনিবার রাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে ব্যাংকিং মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুর রাজ্জাক এসব কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, দেশে বিদ্যমান ১৫ থেকে ১৭ শতাংশ সুদের কারণে উদ্যোক্তারা ব্যবসা করতে পারছেন না। উৎপাদন বাড়াতে হলে ব্যাংকের সুদের হার ১০ শতাংশের নিচে আনা জরুরি। সুদের হার না কমলে পোলট্রি ও মৎস্য চাষ করে সফলতা আসবে না। আমাদের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে আটকে রয়েছে। প্রবৃদ্ধি না বাড়ার দুটি কারণ রয়েছে। এর মধ্যে একটি গ্যাস ও বিদ্যুতের সমস্যা, দ্বিতীয়টি ব্যাংকের উচ্চ সুদের হার।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আরো বলেন, ব্যাংকের উচিত মুনাফার দিকে না তাকিয়ে মানুষেরও সেবা করা। সিএসআর কার্যক্রমে আরো বেশি অংশগ্রহণ করতে ব্যাংকমালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘শুরুতে মেলা নিয়ে অনেকের মধ্যে সংশয়-উৎকণ্ঠা ছিল। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অত্যন্ত সফলভাবেই মেলা শেষ হয়েছে। মেলার মাধ্যমে ব্যাংক ও মানুষের মধ্যে যোগসূত্র হয়েছে। এবারের ব্যাংকিং মেলা ব্যাংকগুলোর জন্য পাঠশালা হিসেবে কাজ করবে বলে আশা করছি।’ আগামীতে রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরে ব্যাংকিং মেলার আয়োজনে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
গভর্নর বলেন, ব্যাংকের অলস অর্থ ছোট ছোট ঋণ বিতরণ ব্যবস্থার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আরো ছড়িয়ে দিতে হবে। এর জন্য শাখা হিসেবে ইউনিলিভার ও ওয়ালটনের মতো কোম্পানির ডিলারকে ব্যবহার করা যেতে পারে বলেও মত দেন তিনি।
গভর্নর বলেন, ‘গ্রিন ব্যাংকিংয়ের অংশ হিসেবে এবার গার্মেন্টসগুলোতে গ্রিন ব্র্যান্ডিং করতে চাই। এ জন্য তহবিল গঠন করা হচ্ছে।’
এ সময় মেলার প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।