বিএএফ শাহীন কলেজে এফএসআইবিএলের সহজ অংকুর হিসাব চালু
রাজধানীর বিএএফ শাহীন কলেজে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সহজ, অংকুর, প্রজন্ম ও উদ্দীপন হিসাব আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. মাহবুব জাহান খান, ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, মোবাইল ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আলী নাহিদ খান, মহাখালী শাখার ব্যবস্থাপক মো. আবুল কাশেম, বিএএফ শাহীন কলেজের সহকারী অধ্যক্ষ আতিয়া সিরাজ, বিএএফ শাহীন কলেজের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘স্কুল মোবাইল ব্যাংকিং বা সহজ’-এর মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকরা ঘরে বসে সহজেই সন্তানের স্কুলের বেতনসহ অন্যান্য ফি জমা দিতে পারবেন।
শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং প্রোডাক্ট চালু করেছে। এ জন্য ‘মুদারাবা শিক্ষার্থী সঞ্চয়ী হিসাব বা অংকুর’, মুদারাবা নিউ জেনারেশন সেভিংস অ্যাকাউন্ট বা প্রজন্ম এবং মুদারাবা নিউ জেনারেশন ডিপোজিট স্কিম বা উদ্দীপন-এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়।
দুবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত তাঁর এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের জানান।