ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বিজ্ঞান অলিম্পিয়াডের লোগো উন্মোচন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ্ঞান অলিম্পিয়াড, ২০১৬-এর লোগো সম্প্রতি উন্মোচন করা হয়েছে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘সায়েন্স অলিম্পিয়াড-২০১৬’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগের ৩০টি কেন্দ্রে এই আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞান অলিম্পিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহম্মেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, দৈনিক সমকালের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক আবুল খায়ের চৌধুরী, দৈনিক নিউ এজের এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহিদুল্লাহ খান, বাংলানিউজ ২৪ ডটকমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান, রেডিও ভূমির প্রডিউসার ও প্রেজেন্টার আহম্মেদ ইমতিয়াজ সাব্বির বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ঢাকা মহানগরীর শাখা ব্যবস্থাপক, এটিএন বাংলার উপদেষ্টারা এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।