ইস্টার্ন ব্যাংকের মোবাইল অ্যাপস চালু
গ্রাহকের কাছে ব্যাংকিং সেবা আরো সহজ করে তুলতে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস বা অ্যাপস চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এই অ্যাপসের নাম ‘ইবিএলস্কাইব্যাংকিং’।
আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যাপসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
অনুষ্ঠানে আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এমন একটি সেবা চালু করতে পেরে আমরা গর্বিত। অ্যাপসটির মাধ্যমে গ্রাহকরা ইবিএল সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন। এর মাধ্যমে গ্রাহকরা কম সময়ে ও দক্ষতার সঙ্গে নিজের মতো করে ব্যাংকিং সেবা নিতে পারবেন।’
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি ইনস্টল করে গ্রাহকরা নিজের হিসাবের হালনাগাদ তথ্য, ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, হিসাব খোলার তথ্য, কার্ডের তথ্য, ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগসহ যাবতীয় গ্রাহক সুবিধা পাবে। এ ছাড়া ইবিএল এটিএম বুথ ও শাখার অবস্থান, ব্যাংকের পণ্য ও সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। ইবিএলের হিসাবধারী, কার্ডধারী ও যাদের ব্যাংকে কোনো হিসাব নেই, সব ধরনের মানুষই অ্যাপসটি ব্যবহার করতে পারবে।
অ্যাপসটিতে গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যানড্রয়েড, উইন্ডোজ, অ্যাপল, ব্ল্যাকবেরিসহ সব ধরনের অপারেটিং সিস্টেমের গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। ফোনের আইএমইআই নম্বরের সঙ্গে অ্যাপসটি সংযুক্ত করা থাকবে। তা ছাড়া প্রত্যেক গ্রাহকের আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে। ফলে একজনের ব্যাংক হিসাবের তথ্য অন্য কেউ জানতে পারবেন না।