সেরা পৃষ্ঠপোষকের পুরস্কার পেল এফএসআইবিএল
দেশের ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় ২০১৪ সালের বর্ষসেরা পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে পুরস্কার নেন এফএসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কর্মকর্তা, সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ক্রীড়া উন্নয়নে ব্যাংকটি কাজ করে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।