ভোটের দিন হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে কাল বুধবার এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করবে না। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ জানান, ৩০ ডিসেম্বর হাকিমপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হিলি স্থলবন্দর হাকিমপুর পৌরসভার মধ্যে অবস্থিত। এদিন পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে হিলি স্থলবন্দর দিয়ে শুধু নির্বাচনের ভোটগ্রহণের দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মতিয়ার রহমান জানান, হিলি স্থলবন্দর হাকিমপুর পৌরসভার মধ্যে। নির্বাচনের কারণে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও ইমিগ্রেশন ছুটির মধ্যে পড়ে না। তাই ভোটের দিন দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।