সবুজায়ন নিশ্চিতে শিল্পপ্রতিষ্ঠানকে স্বল্প সুদে ব্যাংকঋণ
সবুজায়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে শিল্পপ্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ২ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘গ্রিন ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
গভর্নর বলেন, ‘পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাংকগুলো সবুজ অর্থায়নে এগিয়ে আসছে। স্বল্প সম্পদ থেকে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এ অর্থ ব্যয় করছি। বাংলাদেশ জলবায়ু দূষণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। এরপরও আন্তর্জাতিক সাহায্য ছাড়াই নিজস্ব তহবিল থেকে এ কাজ করছি। আগামীতে দীর্ঘস্থায়ী বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সবুজ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক দেশ এ কাজ এখনো শুরু করেনি। কিন্তু আগামী দিনের কথা চিন্তা করে আমরা এ কাজ শুরু করেছি।’
আতিউর রহমান আরো বলেন, ‘সবুজায়নে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বেশকিছু কৌশল গ্রহণ করেছে। শুধুমাত্র এ সেক্টরকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি আলাদা বিভাগ খুলেছে। এরই মধ্যে ৫০টি প্রতিষ্ঠানকে গ্রিন ফাইন্যান্সের আওতায় অর্থায়ন করা হয়েছে। ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট চামড়া, তৈরি পোশাকসহ সব প্রতিষ্ঠানকে সবুজায়ন নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছে। এ সব নিয়ম পরিপালনকারী প্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে। এর জন্য ২০০ মিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল করা হচ্ছে।’
গভর্নর বলেন, ‘বিশ্বে বাংলাদেশকে সবুজ অর্থায়নের একটি মডেল তৈরি করতে চাই। সবুজ অর্থায়ন ও সবুজ শিল্পপ্রতিষ্ঠানই হবে বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে সবুজায়নের আওতায় এসেছে। এ খাতে বাজেট বাড়াতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পরিবশে রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক ডিজিটালাইজড হয়েছে। অন্যান্য ব্যাংক প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে পেপারলেস করা হচ্ছে। এতে পরিবেশের ওপর চাপ কমছে বলেও জানান আতিউর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজান খান।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, স্পেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, ইডকলের সিইও মাহমুদ মালিক।