সুদহার কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা
বিনিয়োগ বাড়াতে সুদের হার কমিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে আমরা সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি ভঙ্গি দিয়ে যাচ্ছি।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর।
গভর্নর বলেন, ‘এবার প্রথমত, আমরা সুদহার কমিয়েছি। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৬ দশমিক ৭৫ ও ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। দ্বিতীয়ত, ব্যাপক মুদ্রা ও বেসরকারি খাতে ঋণ জোগানের প্রবৃদ্ধি প্রক্ষেপিত হয়েছে যথাক্রমে ১৫ ও ১৪ দশমিক ৮ শতাংশ। এটি আগের মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য কম, তবে প্রকৃত অর্জনের চেয়ে যথেষ্ট বেশি।’
ড. আতিউর রহমান বলেন, ‘যথাযথ ঋণ জোগান ও ব্যাপক মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণে আমাদের এই নীতি পুনঃসমন্বয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো বিঘ্ন ঘটাবে না। আর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি।’
বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশও স্পর্শ করতে পারে বলে মনে করেন গভর্নর।