বিকাশে পাওনা পরিশোধ করা যাবে গ্রামীণ ইউনিক্লো স্টোরে
গ্রামীণ ইউনিক্লো স্টোরে এখন থেকে বিকাশের মাধ্যমে পাওনা পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি এ ব্যাপারে বিকাশের সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর চুক্তি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল হোসেন ও গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে সই করেন।
বাংলাদেশে জাপান ও এশিয়ার অন্যতম পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর একটি সামাজিক ব্যবসায় উদ্যোগ হচ্ছে গ্রামীণ ইউনিক্লো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু হয় ২০১০ সালে। ২০১৩ সালের জুলাই মাস থেকে আরামদায়ক পোশাকসাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে ঢাকায় স্টোর চালু করে গ্রামীণ ইউনিক্লো। বর্তমানে রাজধানীতে তাদের স্টোর সংখ্যা আটটি। ভবিষ্যতে এর সংখ্যা আরো বাড়বে।
চুক্তি অনুসারে বিকাশ গ্রাহকরা প্রাথমিকভাবে গ্রামীণ ইউনিক্লোর স্টোরগুলোতে বিকাশের মাধ্যমে পাওনা পরিশোধ করতে পারবেন। ভবিষ্যতে গ্রামীণ ইউনিক্লোর যত স্টোর চালু হবে, সেগুলোতেও বিকাশের মাধ্যমে পাওনা পরিশোধ করা যাবে।
বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এর পর বেশ কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করে পেমেন্ট করা যাবে।
বিনামূল্যে বিকাশ হিসাব খোলা যায়। যেকোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে এ হিসাব খুলতে পারবেন।