রিজার্ভ চুরি, ফিলিপাইনের শুনানিতে আজ ৩৫ জন
বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের সিনেটের ব্লু কমিটির শুনানিতে আরো ৩৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাজির হচ্ছেন। আজ মঙ্গলবার তাঁদের উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারার জানিয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেশটির অভ্যন্তরীণ রাজস্ব ব্যুরোর (বিআইআর) কমিশনার কিম হেনারেস।
এ ছাড়া স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুনানিতে অনুপস্থিত থাকার পর আজ আবারও শুনানিতে হাজির হয়েছেন আলোচিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস-দেগুইতো।
গত সপ্তাহে হেনারেস জানান, অর্থ পাচারের বিআইআর তদন্তকাজ শুরু করেছে।
একটি বার্তায় সিনেটর সেরগে ওসমেনা জানান, রেমিট্যান্স কোম্পানি ফিলরেম সার্ভিস করপোরেশনের লেনদেনে কর ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা জানাবেন হেনারেস। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের চুরি করা ৮১ মিলিয়ন মার্কিন ফিলিপাইনের মুদ্রা পেসোতে রূপান্তর করে।
মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। এর মধ্যে আট কোটি ১০ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির ঘটনার জের ধরে সম্প্রতি গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।