তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিট সেবা আনল ট্যান্সফাস্ট-ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক লিমিটেড ও আন্তর্জাতিক অর্থ লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফাস্ট এলএলসির মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, এখন থেকে ট্রান্সফাস্টের গ্রাহকরা বিশ্বের যেকোনো স্থান থেকে ব্র্যাক ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা রাখতে পারবেন। আন্তর্জাতিক কোনো অর্থ লেনদেন সেবাদানকারী কোম্পানির উদ্যোগে বাংলাদেশের গ্রাহকদের জন্য এ সেবা প্রদান এটাই প্রথম। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট সামিশ কুমার, প্রতিষ্ঠানের এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সামির বিধাতে ও কান্ট্রি হেড মোহাম্মদ খাইরুজ্জামান। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান ও হেড অব কমিউনিকেশনস অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুবু, হেড অব রিটেইল সেলস, রেমিটেন্স অ্যান্ড পে রোল মামুর আহমেদ।
ট্রান্সফাস্টের নির্বাহী সামিশ কুমার বলেন, ‘বাংলাদেশে জিডিপির প্রায় ৬ শতাংশ আসে রেমিটেন্স থেকে। উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানীয় ব্র্যাক ব্যাংক এক পথিকৃৎ। আমাদের গ্রাহকদের জন্য সেখানে নিরাপদে ও তাৎক্ষণিকভাবে টাকা জমা প্রদানের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য এটি হবে এক বাড়তি সুবিধা।’
এ সেবার আওতায় ট্রান্সফাস্ট গ্রাহকরা অনলাইন, মোবাইল ফোন কিংবা বিশ্বের যেকোনো স্থানীয় এজেন্টের মাধ্যমে বাংলাদেশে তাঁর পরিবার ও স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন। পাঠানোর কয়েক মিনিটের মধ্যে এই টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা নিতে কিংবা দেশজুড়ে ছড়ানো হাজার হাজার বুথ অথবা সুবিধামতো যেকোনো এজেন্টের কাছ থেকে তুলে নিতে পারবেন তাঁর প্রিয়জন।
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমাদান ছাড়াও ব্র্যাক ব্যাংকের ১৬৬টি শাখা, ৫০টি এসএমই ইউনিট অফিস কিংবা এক লাখের ওপর বিকাশ এজেন্টের যেকোনো উৎস থেকে টাকা তুলে নিতে পারবেন ট্রান্সফাস্ট গ্রাহক।
বাংলাদেশে আসা মোট রেমিটেন্সের প্রায় ৪ শতাংশ সম্পাদন হয়ে থাকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে।
চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিট সেবা প্রদানে বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রান্সফাস্টের সঙ্গে অংশিদার হতে পেরে আমরা প্রীত। বিদেশে বাংলাদেশি কমিউনিটির জন্য উন্নত সেবা ও সুবিধা প্রদানে ট্রান্সফাস্টের এ ধরনের প্রয়াস এবং বাংলাদেশে তাদের পরিবার ও স্বজনের জন্য উন্নত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে আমাদের লক্ষ্য একই সূত্রে বাঁধা।’
মাহবুবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক টাকা জমাদান সুবিধার কারণে সরাসরি টাকা চলে যাচ্ছে বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে। একে বলা চলে প্রযুক্তি আর অংশীদারত্বের সমন্বয়ে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের আরো একটি অগ্রণী পদক্ষেপ।’