ময়মনসিংহে ফারমার্স ব্যাংকের যাত্রা
ময়মনসিংহ শহরের দুর্গাবাড়িতে দি ফারমার্স ব্যংক লিমিটেডের ২৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ভাইস চেয়ারম্যান ড. আতহার উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, পুলিশ সুপার মইনুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিয়ে ব্যাংক যাবে গ্রাহকের কাছে সেবা দিতে। গ্রাহককে আসতে হবে না। সোনার বাংলাদেশ গড়তে ব্যাংকের সেবা একীভূত হয়ে এগিয়ে যাবে সামনের দিকে।