বরিশালে দারিদ্র্য বেশি, কম খুলনায়
দেশের ৬৪ জেলার মধ্যে দারিদ্র বেশি বরিশালে আর সবচেয়ে কম খুলনা বিভাগে। এতদিন উত্তরবঙ্গে দারিদ্র্য বেশি বলে যে ধারণা ছিল মানুষের, তা বিবিএসের প্রতিবেদন বদলে দেবে এবার। গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তাদের ওয়েবসাইটে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে জানায় দক্ষিণবঙ্গের জেলা বরিশালে সবচেয়ে বেশি দারিদ্র্য।
বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ বলছে, বরিশাল বিভাগে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৯। আর সবচেয়ে কম পার্শ্ববর্তী খুলনা বিভাগে। এই বিভাগে দারিদ্র্যের হার ১৪ দশমিক আট। আর দেশের সার্বিক দারিদ্র্যের হার ১৮ দশমিক সাত। ছয় বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক তিন। দেশে অতি দারিদ্র্যের হার পাঁচ দশমিক ছয়, যা ছয় বছর আগে ছিল ১২ দশমিক ৯।
এ ছাড়া দারিদ্র্যের হার ঢাকায় ১৭ দশমিক ৯, চট্টগ্রামে ১৫ দশমিক আট, রাজশাহীতে ১৬ দশমিক সাত, সিলেটে ১৭ দশমিক চার, রংপুরে ২৪ দশমিক আট এবং ময়মনসিংহে ২৪ দশমিক দুই।