সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করল ঢাকা ওয়াসা
সাউথইস্ট ব্যাংক পিএলসি ঢাকা ওয়াসার “বিল কালেকশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে। ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২২—২০২৩ অর্থবছরের জন্য ৪০টি ব্যাংকের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. সাদেক হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খান।