সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে আজ সোমবার (২৫ মার্চ)। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করে রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ রিসিভারকে নিশ্চিত আকর্ষণীয় একটি পুরস্কার দেয়া হবে। ক্যাম্পেইন শেষে ভাগ্যবান বিজয়ীকে পবিত্র ওমরাহ করার সুযোগ করে দেওয়া হবে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশন্স ম্যানেজার শিহাব হাসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ রেমিট্যান্স অফিসার মাজহারুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আহসান হাবিব, ওয়েস্টার্ন ইউনিয়নের বিজনেস ডেভেলপমেন্টের (বাংলাদেশ) সিনিয়র স্পেশালিস্ট মো. তাওহিদুর রহমান, ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন নিবার্হী। এ ছাড়া ব্যাংকের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে যৌথভাবে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।