ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট থেকে শুরু করে গুলশান-১ গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।
এ সময় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাহাবুব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, রেজওয়ানুল হক সবুজ, জাহাঙ্গীর আলম জীবন, জহিরুল ইসলাম, নাসরিন রহমান পপি, মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ, ইসমাইল হোসেন জনি, মাহাফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ, সেলিম রেজা, ইমাম হোসেন, মারজুক হোসেন শ্রাবন, কাজী সাইফুল ইসলাম, মামুন মজুমদার, মুন্সি মোহাম্মদ জসীম রানা, আবুল হোসেন হাওলাদার আশিক, আল্লাউদ্দিন রিপন, জুনায়েদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইকবাল হোসেন আসিফ, সাত্তারুল ইসলাম, রাসেদ মৃধা, আতিকুর রহমান উজ্জ্বল, আব্দুল হান্নান ফরহাদসহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান রফিক, ধর্ম সম্পাদক সোহাগ সিকদার, পরিকল্পনা সম্পাদক রিমু হোসেন, সহ-সম্পাদক কাওসার হোসেন, খায়রুল ইসলাম, সদস্য আল আমিন খান, তানভীর বিল্লাহ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, মিরাজ হোসেন, মির্জা হাচান উল্লা, আব্দুল্লাহ জমাদ্দার, মেহেদী হাসান চয়ন, আতিকুর রহমান প্রমুখ।
এ ছাড়াও হল শাখা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দ্বীপ, যুগ্ম আহ্বায়ক শাহিন, কামরুল ইসলাম সাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।