জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দাবিতে বিক্ষোভ, আটক ১০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ অন্তত ১০ জন আন্দোলনকারীকে আটক করে।
আটক শিক্ষার্থীরা হলেন তেজগাঁও কলেজের কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষা নেওয়ার দাবি জানায়। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয় তারা।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ বন্ধের কারণে তারা সেশন জটে পড়ছে। এ জন্য পুনরায় ক্লাস শুরু করা হোক। একই সঙ্গে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা পুনরায় রুটিন প্রকাশ করে ফেব্রুয়ারির মধ্যে নেওয়া হোক।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আমাদের দাবি হচ্ছে তাদের এখনই ছাড়তে হবে এবং চলমান পরীক্ষা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলেও জানানো হয়।