প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১ মার্চ) রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ওই বিজ্ঞপ্তিতে আগের ফলে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।
এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন। ওই ফলাফল অনুযায়ী, ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে, ফল ঘোষণার পাঁচ ঘণ্টা না যেতেই কারিগরি ত্রুটি দেখিয়ে ফল স্থগিত করা হয়।