হল ও ক্যাম্পাস খোলার দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীরা
আবাসিক হল খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণা; সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে পরীক্ষা নেওয়া।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল হোসেন স্বপন বলেন, ‘দেশে সবকিছু খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। অবিলম্বে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আমাদের শিক্ষা জীবন ফিরিয়ে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে অনেকে পরিবারের হাল ধরতে পারতো। টিউশন করে বাড়িতে টাকা পাঠাতে পারতো। কিন্তু, এখন এসব শিক্ষার্থীদের অবস্থা তো খারাপই তাদের পরিবারের অবস্থা আরও খারাপ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আমাদের আরও বৃহত্তর আন্দোলন করতে হবে। আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
অবস্থান কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি বলেন, ‘ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, তাদের আজ রাস্তায় নামতে হচ্ছে। শিক্ষার্থীরা এখন সচেতন, তাদের ভয় পাচ্ছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাচ্ছে না সরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান অর্ণব বলেন, ‘আমাদের পরিবারগুলো আর্থিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিজের খরচও চালাতে পারছি না আমরা। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যাপ্রবণ হচ্ছেন। এটির দায় সরকারকে নিতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তামজিদ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে অনেক শিক্ষার্থীদের নৈতিক স্খলন হচ্ছে। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা ডিভাইসকেন্দ্রিক হয়ে পড়েছে। বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
মানববন্ধন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব চৌহান আগামী রোববার সকাল ১১টায় ফের নীলক্ষেতে জড়ো হয়ে সমাবেশ করার ঘোষণা দেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কিছুক্ষণ নীলক্ষেত মোড়ে বসে অবস্থান নেন। এ সময় প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে গিয়ে শেষ করেন। মিছিলে শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন, সঙ্গে তারা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীরা এখন রাস্তা ছেড়ে দিয়েছেন। তাদের দাবি ছিল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে পরীক্ষা শুরু করা।’