রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু বৃহস্পতিবার
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ কথা জানিয়েছেন।
অধ্যাপক ইলিয়াছ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ১১ থেকে ২২ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।’
অধ্যাপক ইলিয়াছ আরো জানান, ১১ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে এবং ২৩ জুলাই সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে।