ধনবাড়ী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল
টাঙ্গাইল জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ধনবাড়ী কলেজিয়েট স্কুলের প্রক্তন ছাত্রছাত্রী ফোরামের আয়োজনে গত ১০ জুলাই রাজধানীর এক রেস্টুরেন্টে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামীম রহমান, জাহিদ হাসান সুমন, অ্যাডভোকেট সোলায়মান হোসেনসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সংগঠনটির নির্মিতব্য ভবনের সম্ভাব্য নকশা প্রদর্শন করা হয়।
ইফতারের আগে ইঞ্জিনিয়ার শামীম রহমান বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের দেওয়া জমিতে ফোরামের সম্ভাব্য ভবন নির্মাণ করা হবে এবং এই নির্মাণকাজে ফোরামের সবার সহযোগিতা দরকার। ফোরামকে আরো কার্যকর করার জন্যও আপনারা ভূমিকা রাখছেন। আর এ জন্য আপনাদের ধন্যবাদ।’
বক্তব্য দেওয়ার পর শামীম রহমান সম্ভাব্য ভবনের নক্সা সবার সামনে তুলে ধরেন।
এরপর জাহিদ হাসান সুমন বলেন, ‘ফোরামের এই ভবন নির্মাণে সহযোগিতা করে আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন, এটাই আমার প্রত্যাশা।’ এ ছাড়া সংগঠনের ভবিষ্যৎ সুফল কামনাও করেন তিনি।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সোলায়মান হোসেন বলেন, ‘টাঙ্গাইল জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ধনবাড়ী কলেজিয়েট স্কুলের ছাত্র হওয়ায় আমরা গর্বিত এবং আমরা যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যেন ফোরামের ভবিষ্যৎ আরো সুন্দর হয়।’