রাবিতে রোভার স্কাউটের ‘দীক্ষা’ কর্মশালার উদ্বোধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিনব্যাপী দীক্ষা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম প্যাভিলিয়নে এক অনুষ্ঠানে এ কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এ কর্মশালায় রাবির ৭০ জন শিক্ষার্থীকে দীক্ষা দিয়ে রোভার স্কাউটে যোগদান করানো হবে। দেড় শতাধিক শিক্ষার্থীকে তিন মাস প্রশিক্ষণ দিয়ে এই ৭০ জনকে বাছাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, রাবির রোভার স্কাউট গ্রুপ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংগঠনটি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা।
আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক নূর-ই-ইসলাম, শরীরচর্চা বিভাগের পরিচালক চৌধুরী মনিরুজ্জামান প্রমুখ।