জাহাঙ্গীরনগরে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ মার্চ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৮ মার্চ। আজ শুক্রবার সকালে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত বছর অক্টোবরে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও হরতাল-অবরোধ ও বিভিন্ন সমস্যার কারণে ক্লাস শুরু করতে পারেনি প্রশাসন।