রাবিতে ভাষা বিভাগের সভাপতির পদত্যাগ
নিয়মিত পরীক্ষা না নেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক বিথীকা বণিক পদত্যাগ করেছেন।
বিথীকা বণিক আজ সোমবার এনটিভি অনলাইনকে জানান, গত ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় তিনি উপাচার্য বরাবর সভাপতির পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিভাগের শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা গত ২১ মার্চ বিথীকা বণিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ বিষয়টি নিয়ে আলোচনা করতে বিথীকা বণিক উপাচার্য দপ্তরে যান। এ সময় ভাষা বিভাগের অন্য শিক্ষকরা উপাচার্য মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাষা বিভাগের একাধিক শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে পরীক্ষা নিয়মিত হলেও ভাষা বিভাগে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছিল না। এ জন্য বিভাগের সভাপতির উদাসীনতাকে তাঁরা দায়ী করেন। এর আগে গত ২১ ও ২২ মার্চ বিভাগের একাডেমিক সভায় পরীক্ষার বিষয়টি উপস্থাপন করলে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এরপর ২৩ মার্চ সভা আহ্বান করা হলে সেটিও ব্যর্থ হয়।
এ বিষয়ে বিথীকা বণিক এনটিভি অনলাইনকে বলেন, ‘বিভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অ্যাকাডেমিক কমিটির ব্যাপার। কিন্তু পরীক্ষা নেওয়ার ব্যাপারে অল্প কয়েকজন শিক্ষার্থী আমার অফিসের সামনে বিক্ষোভ করেছে। এ ছাড়া বিভাগের শিক্ষকরা উপাচার্য দপ্তরে গিয়ে আমার ওপর অনাস্থা জানিয়ে সভা করেছেন। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিই।’
এ ঘটনার পর গত ২৮ মার্চ সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিমকে ভাষা বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য।