শিক্ষার্থীদের পদচারণায় মুখর ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী-শিক্ষকদের পদচারণায় আবারো প্রাণচঞ্চলতা ফিরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চার মাস ৫ দিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ক্লাশ ও পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লোকমান হাকিম জানান, ২২৮তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল হলগুলো খুলে দেওয়ার পর আজ সকাল ১০ টা থেকে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা নেওয়া হয়েছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও আশানুরূপ।
এদিকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরের সাতটি আবাসিক হল ও আশপাশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। কুষ্টিয়া শহর ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এসব শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন তার চেনা রূপ ধারণ করে। শিক্ষার্থীরা দীর্ঘ সেশন জটের হাত থেকে রক্ষা পেতে অতিরিক্ত ক্লাস-পরীক্ষা গ্রহণসহ প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
গত বছরের ৩০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস চাপায় তৌহিদুর রহমান টিটু নামের এক ছাত্র নিহত হওয়ার পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৩৬টি গাড়ি পুড়িয়ে দেয় এবং প্রশাসনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করে। ওই দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়।