গানে-ফুলে জাবির আড়াই হাজার শিক্ষার্থীকে বরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রবেশিকা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।
এ সময় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।
এ কে আজাদ চৌধুরী নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আড়াই হাজার পরিবার থেকে তোমরা এসেছ। তোমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পথ চলবে। ক্লাস পরীক্ষায় মনোযোগী হবে, তাহলেই কেবল তোমাদের পক্ষে সুন্দর ও সফল জীবন গঠন করা সম্ভব হবে।’
চেয়ারম্যান আরো বলেন, ‘শিক্ষা নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না।শিক্ষা পণ্য নয়। যারা বাণিজ্য করার মানসিকতা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তাঁদের অবস্থার পরিবর্তন না ঘটলে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেনসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষকরা।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা ছয় মাস আগে শেষ হলেও এত দিন হরতাল অবরোধসহ বিভিন্ন কারণে ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বেশ উৎকণ্ঠায় ছিলেন শিক্ষার্থীরা।