জাবিতে স্থান বরাদ্দের দাবিতে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় স্থান বরাদ্দের দাবিতে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রেখেছেন তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগগুলো হলো পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান।
খোঁজ নিয়ে দেখা গেছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভবনের দুটি প্রবেশপথেই অবস্থান করছেন। এ ছাড়া সামনের রাস্তার অপর পাশে তাঁবু টানিয়ে অবস্থান করছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল রোববার সকাল থেকে তাঁরা এ অবস্থান শুরু করেন। রাতেও তাঁরা সেখানেই ছিলেন। বিষয়টি নিয়ে গত রাতে উপাচার্যের কার্যালয়ে তিন বিভাগের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়।
বৈঠকের বিষয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এন এম ফখরুদ্দীন বলেন, ‘গতকাল (রোববার) উপাচার্য তাঁর অফিসে আমাকে বৈঠকে ডেকেছিলেন। তবে কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারেননি। সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অব্যাহত থাকবে।’
পরিবেশ বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের অভিযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাবশালী একজন সিন্ডিকেট সদস্য সিন্ডিকেটের নির্দেশনা পুনর্বিবেচনার চেষ্টা করছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত আছে।’
ভবনে স্থান বরাদ্দ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিকস ও কম্পিউটার বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দিয়ে আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সই করা ওই অফিস আদেশে বলা হয়, ‘০১-০৬-২০০২, ০৬-০১-২০০৩, ২৯-০৫-২০০৩ এবং ২১-০৬-২০০৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভাসমূহের সিদ্ধান্ত অনুযায়ী ও (ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিকস ও কম্পিউটার বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ভবন) ভবনের উত্তর ব্লক ও দক্ষিণ ব্লকের তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট স্থানের নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতে উভয় ব্লকের তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট স্থান পরিবেশ বিজ্ঞান বিভাগের অনুকূলে বরাদ্দ প্রদান করা হলো।’
এ অফিস আদেশের বিরোধিতা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আদেশ প্রত্যাহারের দাবিতে তাঁরা উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন।
রোববার সকাল থেকে শ্রেণিকক্ষ এবং ল্যাব সংকট নিরসনের দাবিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী ওই ভবনের দুটি প্রবেশপথে অবস্থান নেন।
অফিস আদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের লোকজন নিয়ে নতুন ভবনে উঠতে যান পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা। তবে ভবনের উভয় প্রবেশপথে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে সামনের রাস্তার অপর পাশে অবস্থান নেন বিভাগের আট শিক্ষক। পরে বিকেল ৪টার দিকে পরিবেশ বিজ্ঞান বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীও শিক্ষকদের সঙ্গে যোগ দেন। ফলে মাত্র কয়েক ফুট দূরত্বে অবস্থান নেন তিনটি বিভাগের শিক্ষার্থীরা।