রাবিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র ও নাটক প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘চলচ্চিত্র ও নাটক প্রদর্শনী-২০১৫’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। প্রদর্শনীতে চারটি সিনেমা দেখানো হবে। প্রতি সিনেমা শেষে তরুণ নির্মাতা আনজির লিটনের রচনা ও পরিচালনায় ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ নাটকটি প্রদর্শন করা হবে।
আয়োজক কমিটি জানায়, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলবে এ প্রদর্শনী। দুই দিনে মোট চারটি চলচ্চিত্র দেখানো হবে। মঙ্গলবার দুপুর ২টায় হুমায়ূন আহমেদের ‘৯নং বিপদসংকেত’ দিয়ে চলচ্চিত্রের প্রদর্শন শুরু হবে। ওইদিনই বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতীয় চলচ্চিত্র ‘পিকে’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের প্রদর্শনী। দ্বিতীয় দিন বুধবার দুপুর ২টায় আরেকটি ভারতীয় চলচ্চিত্র ‘বাদলাপুর’এবং বিকেল ৫টা ৩০ মিনিটে ‘দেশা : দ্য লিডার’ প্রদর্শিত হবে। আর প্রতিটি চলচ্চিত্রের শেষে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ নাটকটি প্রদর্শিত হবে।