এনটিভি অনলাইন ও মোবাইল মাল্টিমিডিয়া কুইজের ১০ বিজয়ী
এনটিভি অনলাইন এবং মোবাইল মাল্টিমিডিয়ার উদ্যোগে থেকে গত সোমবার থেকে শুরু হয়েছে শিক্ষাবিষয়ক কুইজ। গতকাল ৭ এপ্রিল বিকেল থেকে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনটিভি অনলাইনে প্রকাশিত কুইজে অংশ নিয়েছেন অনেকে। আজ বিকেলে কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
আজকের (৮ এপ্রিল, ২০১৫) কুইজ বিজয়ীরা হলেন :
মোহাম্মদ আলী (০১৬৭****০১৯)
মো. সাইফুর রহমান (০১৬৭****৮০৯)
হোসাইন নাজমুল (০১৭৩****৬৫২)
আল আমিন (০১৭১****৯৪২)
বাবু (০১৬৭****৫৫১)
শান্তা (০১৮৬****২০৮)
মো. তামজিদ খান (০১৬১****১৯৭)
মো. মারুফ রায়হান (০১৭১****৫৮৬)
মো. রফিউদ্দিন (০১৭৪****২২৯)
মো. নূর ইসলাম (০১৫৫****৮৪৭)
এঁরা প্রত্যেকেই পাচ্ছেন ১০০ টাকা করে মোট এক হাজার টাকার মোবাইল রিচার্জ। কুইজে অংশ নিতে ক্লিক করতে হবে (http://goo.gl/R8wnRw) এই ঠিকানায়। কুইজের পাতায় নিচের অংশে অংশগ্রহণের নিয়মাবলি দেওয়া আছে। নিয়ম মেনে কুইজে অংশ নিতে হবে।
বাংলাদেশের নাগরিক যে কেউ এ কুইজে অংশ নিতে পারবেন। একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ তিনবার কুইজের উত্তর দেওয়া যাবে। মোবাইল মাল্টিমিডিয়া বা এনটিভির সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ কুইজে অংশ নিতে পারবেন না।
প্রতিদিন বিকেল ৫টায় আগের দিনের কুইজের মেয়াদ শেষ হবে এবং নতুন কুইজ যুক্ত হবে। প্রতিটি কুইজে অংশগ্রহণের জন্য ২৪ ঘণ্টা সময় পাওয়া যাবে। প্রতিদিন বিকেল ৫টার পর পূর্ববর্তী ২৪ ঘণ্টার বিজয়ীদের নাম প্রকাশিত হবে এনটিভি অনলাইনের কুইজের পাতায়। আর প্রতিদিনই থাকবে নতুন নতুন কুইজ।
২০০৭ সাল থেকে মোবাইল কনটেন্ট নিয়ে কাজ করে আসছে মোবাইল মাল্টিমিডিয়া নামক প্রতিষ্ঠানটি। মোবাইল মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ https://www.facebook.com/MobileMojaa