রাবি ক্যাম্পাসে থানা স্থানান্তরের পরিকল্পনা স্থগিত
শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মতিহার থানা ভবন স্থানান্তরের পরিকল্পনা স্থগিত করেছে প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সাথে আলোচনায় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ কথা জানান।
শিক্ষক সমিতির নেতারা নগরীর তালাইমারী এলাকা থেকে মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বুধবার বিকেলে উপাচার্যের সাথে বৈঠক করেন। সেখানে উপাচার্য ওই পরিকল্পনা স্থগিত করার কথা জানান। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।
আনন্দ কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্যাম্পাসে থানা স্থানান্তরের ব্যাপারটি সিন্ডিকেটে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। তাই শিক্ষক সমিতি ক্যাম্পাসে থানা স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিষয়টি স্থগিত করেন উপাচার্য। পরে সিন্ডিকেটে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
এ ব্যাপারে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা যেহেতু চায় না তাই এই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।’
গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৫৮তম সভায় নগরীর মতিহার থানা ভবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর ও ক্যাম্পাসে একটি পুলিশফাঁড়ি নির্মাণ প্রসঙ্গে আলোচনা হয়। তবে দুজন সিন্ডিকেট সদস্য এর বিরোধিতা করায় এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।