ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই নকল করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে দুই ছাত্রকে ভর্তি করাতে গিয়ে আটক ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মো. আবু দাউদ।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক এ ধরনের অপরাধ সংঘটিত করা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করে, যা শৃঙ্খলা ও আইনের পরিপন্থী।’
দেবাশীষ শিকদার সিদ্ধার্থ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ছাত্র ও স্কুলবিষয়ক সম্পাদক। ঘটনার পরই ছাত্রলীগ থেকে দেবাশীষকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি।