জাহাঙ্গীরনগরে সাংবাদিকতা বিষয়ে কর্মশালা ১৮ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৮ এপ্রিল, শনিবার সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত হবে। ‘বোধ চিন্তায় হও নির্ভয়, আগামীর গল্প বলো, চলো দুর্জয়’ স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ কর্মসূচির আয়োজন করেছে।
আগামী শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, দ্য ডেইলি সান সম্পাদক মো. জামিলুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার মৌলিক বিষয়াদি, ফিচার ও কলাম লিখন কৌশলসহ নানা বিষয়ে আলোচনা করবেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে কোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি ৫০ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ১৫ এপ্রিল। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে।
নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন কর্মশালার আহ্বায়ক মওদুত সুজন (০১৫৩৪৯৭৮৯৬৪) ও কোষাধ্যক্ষ শরীফুল কবির শামীমের (০১৯৩০৯২০৩২৩) সঙ্গে।