রাবিতে সংস্কৃতিকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুশীলন নাট্যদলের এক কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই সংগঠনেরই বহিষ্কৃত এক কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে অনুশীলন নাট্যদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদ মঈন মোস্তারিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় সংগঠনের কর্মী মিজানুর রহমানের সঙ্গে সংগঠনের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদের সঙ্গে দেখা হয়। এ সময় সংগঠনে অভিযোগ উত্থাপন করায় মিজানুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং দেখে নেওয়ার হুমকি দেন ইজাজ।
এতে আরো বলা হয়, সংগঠনবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৪ মার্চ ইজাজকে বহিষ্কার করা হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুশীলন নাট্যদলের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে স্টেশন বাজার গিয়েছিলাম। সেখানে দেখা হলে ইজাজ সংগঠনে তাঁর বিরুদ্ধে অভিযোগ করায় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন।’
এ ব্যাপারে ইজাজ আহমেদ বলেন, ‘আমি মিজানুরের সঙ্গে কথা বলেছি মাত্র। সেখানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন। আমি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কিছু করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’